মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫
05 Feb 2025 05:48 am
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ- হবিগঞ্জের বাহুবলে ছাগল ছাড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে আব্দুল ছাত্তার(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে মোঃ আব্দুল ছাত্তার(৫০)জমিতে পানি সেচ দিচ্ছিলেন।এসময় ইয়াদ উল্লাহ,র স্ত্রী রোকেয়া খাতুনের একটি ছাগল আলতা মিয়া ও আব্দুল ছাত্তারের ক্ষতিসাধন করছিলো।এসময় আব্দুল ছাত্তার প্রতিবাদ করায় ছাগলের মালিক প্রতিবেশী ইয়াদ উল্লাহ, নুর উল্লাহ ও রোকেয়া খাতুন সহ তাদের লোকজন আব্দুল ছাত্তারের উপর হামলা চালায়। তাদের হামলায় আব্দুল ছাত্তার মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় আব্দুল ছাত্তারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রোকেয়া খাতুন(৩০) নামে একজনকে আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রোকেয়া খাতুন নামে একজনকে আটক করা হয়েছে।