সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
27 Jan 2025 06:07 pm
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানীতে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে কাওসার মাতুব্বর নামে এক কসাইয়ের বিরুদ্ধে।গতকাল শনিবার (২৫ জানুয়ারি) সকালে ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে।কসাই কাওসার মাতুব্বর উপজেলার দক্ষিণ ইন্দুরকানীর সোনা মাতুব্বর এর ছেলে।
জানা যায়,ঘোষেরহাট বাজারে শনিবার সকালে বাজার কমিটির কাউকে না দেখিয়ে গর্ভে বাচ্চা সহ গরু জবাই করে সেই গরুর মাংস বিক্রি করেন কসাই কাওসার মাতুব্বর। তবে দুপুরে বাজারের পাসেই থাকা খালের পাড়ে একটি মৃত গরুর বাচ্চা দেখতে পায় বাজারের কিছু ব্যবসায়ীরা।এসময় তারা গরুর বাচ্চাটি খাল থেকে উঠিয়ে নিয়ে আসে তখন গরুর বাচ্চার পেট ধারালো ছুরি দিয়ে কাটার চিহ্ন দেখতে পান।বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন স্থানীয়রা।
ঘোষেরহাট বাজারের ব্যবসায়ী রিপন শেখ বলেন, আমরা যখন খালের পাড়ে যাই তখন খালের পারে একটি গরুর মৃত বাচ্চা দেখতে পাই। পরে বাচ্চাটি উপরে উঠিয়ে আনলে দেখা যায় গরুর বাচ্চাটির পেট ধারালো ছুরি দিয়ে কাটা।তখন আমরা জানতে পারি সকালে বাজারে জবাই দেওয়া গরুর পেটে ছিলো ঐ বাচ্চাটি। কসাই কাওসার মাতুব্বর গর্ভে বাচ্চা সহ গরু জবাই করে মাংস বিক্রি করে এবং ভোরে কাউকে না দেখিয়ে গরু জবাই করে পেটে থাকা বাচ্চাটির পেট ছুরি দিয়ে কেটে খালে ফেলে দেয়।দুপুরে ভাটির সময় খালের পানি কমে গেলে খালের চরে গরুর বাচ্চাটি দেখতে পান স্থানীয়রা।
এব্যাপারে অভিযুক্ত কসাই কাওসার মাতুব্বরকে একাধিক বার তার মুঠোফোনে কল দিলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন জানান, গর্ভবতী গরু জবাইয়ের বিষয়টি আমি বিকেলে জানতে পারি। তদন্ত করে প্রতিবেদনটি উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেয়া হবে।