রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
27 Jan 2025 04:57 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনের নিকটে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মজিবর সরদার (৬৮) নামের এক অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীর মৃত্যু হয়েছে। মজিবর সরদার নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামের বাসিন্দা।শনিবার (২৫ জানুয়ারী) বেলা ১২টার দিকে আদমদীঘির পোঁওতা গ্রামের নিকট এ ঘটনা ঘটে।সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা ১২টার দিকে মজিবর সরদার রেললাইনের পাশে বসে ছিলেন। সে কানে ভাল শুনতে না পারার কারনে তিনি ট্রেনের শব্দ শুনতে পাননি।এ কারনে তিনি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে ।এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি