রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
27 Jan 2025 05:21 am
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর:-দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের হিজল গাড়ী মাদ্রাসা ও মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র, দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি আবদুস ছাত্তার মিলন উক্ত মাদ্রাসা ও মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন।দোওয়া ও মোনাজাত অনুষ্ঠানে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোওয়া কামনা করা হয় এবং মোনাজাত শেষে বি,এন,পির কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য এ,জেড এম ডাঃ জাহিদ হোসেনের পক্ষ হতে উন্নয়ন কল্পে মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে প্রধান অতিথি আবদুস ছাত্তার মিলন নগত ১০ হাজার টাকা তুলে দেন।
এ সময় ঘোড়াঘাট উপজেলা বি,এন,পির সহ সভাপতি শহিদুল ইসলাম লেলিন, ঘোড়াঘাট পৌর বি,এন,পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ সুধীজন উপস্থিত ছিলেন।