রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
27 Jan 2025 05:07 am
শনিবার সন্ধ্যায় হোটেল নাজ গার্ডেনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন আই বি ডাব্লিউ এফ বগুড়া শহর শাখার সম্মেলন বগুড়া শহর শাখার সভাপতি মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো: শহিদুল ইসলাম।
সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মু. আনোয়ারুল ইসলাম রাজু ,আই বি ডাব্লিউ এফ বগুড়া অঞ্চল পরিচালক সেলিম রেজা,কেন্দ্রীয় সহকারী তথ্য,গবেষনা ও প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আল মামুন।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিস্ট ব্যবসায়ী টি বি এইচ মোস্তাকিম, আলহাজ্ব রফিকুল ইসলাম,শফিকুর রহমান, আল আমিন, রেজাউল করিম, আ:হান্নান, আব্দুল বাছেদ, লিটন, মহররম আলী, শহিদুল ইসলাম শাহেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আল্লাহ তায়ালা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন।রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মানুষের রিজিকের দশ ভাগের নয় ভাগই ব্যবসার মধ্যে নিহিত রয়েছে।সৎ ব্যবসায়ীদেরকে শহীদের কাতারে অন্তর্ভুক্ত করা হবে। ব্যবসায়ীরা যদি সৎ ও ঐক্যবদ্ধ হয় তাহলে সমাজে যে সিন্ডিকেট তৈরি হয়েছে তা ভেঙে যাবে।সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হচ্ছে সেটা বন্ধ হবে এবং সাধারণ মানুষ ভালো থাকবে। সম্মেলনে মাহফুজুল হক কে সভাপতি মামুনুর রশিদ কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়।