রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
27 Jan 2025 03:14 am
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির কার্যকরি কমিটির সভাপতি সাগির হোসেন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মফিদুল ইসলাম পাহাড়। রবিবার (১২ জানুয়ারি ২০২৫) দুপুর ১২টার দিকে সদর সাব-রেজিস্টার অফিস চত্ত্বরে এক সভায় এ কমিটির ঘোষণা দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আঃ জব্বার খান।
কমিটিতে সিনিয়র সহসভাপতি শামসুদ্দিন তালুকদার, সহসভাপতি আ: রাজ্জাক হাওলাদার, সেকেন্দার আলী খান, নয়া মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান সরদার, হারুন অর রশিদ মুন্সী, মজিবুর রহমান খালাসী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মামুন তালুকদার, কোষাধ্যক্ষ আলতাফ হোসেন শেখ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর কোতোয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আ: বাতেন বাবু, সহ দপ্তর সম্পাদক হয়েছেন এবাদুল মাদবর।
এছাড়া কার্যকরি সদস্য হয়েছেন আবুল কালাম গাজী, ফিরোজ আলম, মাজহারুল ইসলাম, মাহমুদুন নবী কোতোয়াল রাজা, পলাশ মীর ও দেলোয়ার হোসেন খান। তিন বছরের জন্য শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির ২১ সদস্য কার্যকরি কমিটির ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, আবুল হোসেন সরদার, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা কৃষক দলের সভাপতি বিএম হারুন অর রশিদ, সদর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মোল্লাসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক কামাল হোসেন মামুন তালুকদার আর সঞ্চালনায় ছিলেন আহবায়ক কমিটির সদস্য পলাশ মীর। এসময় বক্তারা বলেন, যারা সদরে দলিল লেখক, রয়েছেন তাদের কল্যাণে এ কমিটি কাজ করবে। পাশাপাশি সাধারণ মানুষের যেন দলিলসহ বিভিন্ন কাজে হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সবাইকে স্বাগত জানান বক্তারা।