রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
27 Jan 2025 08:51 pm
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি:- পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে কাপ্তাই উপজেলার বগারচর কে এম ইদ্রিছ হোসেন এর বাগান বাড়িতে এই সংবর্ধনা দেয়া হয়। সংবাদকর্মী মুহাম্মদ শহিদুল ইসলাম এই সংবর্ধনার আয়োজন করেন।অনুষ্ঠানে রাঙ্গুনিয়া,কাপ্তাই,ও রাজস্থলি উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক দিনকালের রাঙ্গুনিয়া প্রতিনিধি মুহাম্মদ শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রাণিসম্পদ দপ্তরের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ।বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী,রাজস্থলি প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খাঁন,সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী,কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজ আলম, সাংবাদিক মোহাম্মদ আলী,পান্থনিবাস বড়ুয়া,মাসুদ নাসির, আকাশ আহমেদ,শান্তি রঞ্জন চাকমা,আব্বাস হোসাইন আফতাব,এম এ মতিন,চৌধুরী মুহাম্মদ রিপন, রিপন মারমা,আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার,ইসমাঈল হোসেন নয়ন,আশিক এলাহী,তৈয়্যবুল ইসলাম,ফাহিম শাহরিয়ার, দেলোয়ার হোসেন প্রমুখ।