বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২৫
12 Jan 2025 09:38 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস/২৫ইং উপলক্ষে বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালু উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ঐতিহাসিক রেলওয়ে বটতলা হতে এক ওয়াকাথন উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উক্ত ওয়াকাথন, মুক্ত আড্ডা “কল্যাণরাষ্ট্র গঠন” এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, সাওমির সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, আবু তালহা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি/সম্পাদকবৃন্দ ও সমাজসেবা অফিসের উপকারভোগীবৃন্দ।
ওয়াকাথন শেষে কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মুক্ত আড্ডা “কল্যাণরাষ্ট্র গঠন” ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।