রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
12 Jan 2025 05:51 am
৭১ভিশন ডেস্ক:- ৩৮তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ (বিএজিসি)-২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১১ জানুযারি) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।আইএসপিআর জানায়,পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এ টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ১৭৫ জন গলফার অংশগ্রহণ করেন।এই টুর্নামেন্টে পুরুষ এককে নেপালের অ্যামেচার গলফার সদভাব আচারিয়া চ্যাম্পিয়ন, বাংলাদেশের শফিকুল ইসলাম রানার আপ এবং বাংলাদেশের সৈনিক সাহাব উদ্দিন তৃতীয় স্থান অধিকার করেছেন।
মহিলা এককে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার চ্যাম্পিয়ন এবং সৈনিক জাকিয়া সুলতানা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন।মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা এবং সৈনিক সোনিয়া আক্তারের সমন্বয়ে গঠিত মহিলা ‘এ’ দল চ্যাম্পিয়ন এবং দক্ষিণ কোরিয়ার হাইউং উম এবং জিন সুক উন-এর সমন্বয়ে গঠিত মহিলা দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ,কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ,বিদেশি কূটনীতিকবৃন্দ,স্পন্সরগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।