বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২৫
12 Jan 2025 02:16 pm
আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে সরকারি অনুমোদন ছাড়া পুকুর খনন ও কৃষি জমির মাটি কেটে বিক্রি করায় দুইজনের ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নশরতপুর ইউনিয়নের বড়বড়িয়া গ্রামে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এই জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন,আদমদীঘি উপজেলার নশরতপুর বাজারের আব্দুল মজিদের ছেলে মামুন সরকার (৩৮) ও একই উপজেলার ডালম্বা গ্রামের হান্নান মন্ডলের ছেলে সোহান মন্ডল (২৫)।
ভ্রাম্যমান আদালত জানায়, সরকারি অনুমোদন ছাড়া আদমদীঘি উপজেলা নশরতপুর বড়বড়িয়া গ্রামের মাঠে পুকুর ও কৃষি জমির মাটি কাটা হচ্ছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নশরতপুরের মামুন সরকার নামের এক ব্যক্তির ১লক্ষ টাকা ও ডালম্বা গ্রামের সোহান মন্ডলের ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি