বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
04 Jan 2025 11:22 am
৭১ভিশন ডেস্ক:- বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজতি আসামি রাগেবুল আহসান রিপুকে (৬৮) আজ বুধবার (২৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।রাগেবুল আহসান রিপু কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে এ্যাম্বুলেন্সে করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তির পরামর্শ দেন।তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে নেয়ার পরও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে পাঠানো হয়।