মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
04 Jan 2025 11:16 am
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম-২৩.১২.২০২৪ কুড়িগ্রামে তাপমাত্রা কমতে থাকায় শীত জেঁকে বসেছে।কুয়াশার সাথে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা।কনকনে ঠান্ডায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।কুয়াশা ও ঠান্ডায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবি,কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের মানুষেরা।
আজ সোমবার সকাল ৬ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়াস পর্যবেক্ষণ কেন্দ্র।গত ৭দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা ১৩ ডিগ্রী থেকে ১১ ডিগ্রী সেলসিয়াস উঠানামা করছে।দিনের বেলা আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না।অনেকটাই স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশায় ঢাকা থাকছে জেলার পথ ঘাট ও বিস্তীর্ণ এলাকা।কনকনে ঠান্ডায় গ্রামাঞ্চলের হতদরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।
আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত জ্বর,সর্দি,কাশি,শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের সংখ্যা।এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান,তার ইউনিয়নে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস।
এই ইউনিয়নে বয়স্ক,প্রতিবন্ধী,সহ অসহায় অনেক মানুষ রয়েছে। বর্তমান সরকারিভাবে যে কম্বল এসেছে তা চাহিদা তুলনায় অত্যন্ত কম।এই ইউনিয়নে আরোও সরকারি বেসরকারিভাবে কম্বল বরাদ্দের দাবি জানান তিনি।