সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
24 Dec 2024 08:29 am
শরীয়তপুর প্রতিনিধি:-মহান বিজয় দিবস উপলক্ষ্যে শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা সিএনজি,অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হেমায়েত হোসেন লাবলু খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী'র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,শরীয়তপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার এ কে এম নাসির উদ্দীন (কালু)।
সম্মানিত অতিথি ছিলেন,শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশীদ, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও যুবনেতা নাজমুল হক বাদল, সাবেক পৌর কমিশনার ও শ্রমিক দল নেতা সরদার একেএম চান মিয়া।
বক্তব্য রাখেন, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগীনসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা,বিভিন্ন উপজেলা, থানা ও স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ'কে পরিচয় করে দেন, সংগঠনের সভাপতি হেমায়েত হোসেন লাভলু খান।পরে নেতৃবৃন্দ সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালু'কে শুভেচ্ছা জানান। তিনিও তাদের স্নেহ ও ভালোবাসার মাধ্যমে গ্রহণ করেন।