সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
04 Jan 2025 09:02 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ প্রকাশের পর অবশেষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটি স্থগিত করা হয়েছে।
২২ ডিসেম্বর রোববার রাতে গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির সার্বিক কার্যক্রম স্থগিত করা হয়।
জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন শোভা বলেন দীর্ঘ দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল গাইবান্ধা জেলা শাখার সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছি।সাম্প্রতিক সময়ে পলাশবাড়ী উপজেলা মহিলাদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে সমালোচনা হওয়ায় জাতীয়তাবাদী মহিলা দল পলাশবাড়ী উপজেলা শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হলো।পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পলাশবাড়ী উপজেলা মহিলাদলের সকল প্রকার কার্যক্রম স্থগিত থাকবে।
উল্লেখ্য গত ২০ ডিসেম্বর জেলা মহিলা দলের সভাপতি সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে আওয়ামীলীগ নেত্রীকে আরজিনা পারভীন চাঁদনীকে সভাপতি করে পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিতর্কিত একটি কমিটি অনুমোদন দেয়া হয়।