রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
04 Jan 2025 05:10 pm
বিধান চন্দ্র রায়,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ-নীলফামারীর জলঢাকা উপজেলায় ওয়ান নাইট ক্রিকেট টুর্নামেন্টে রাজারহাট ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।শুক্রবার (২০শে ডিসেম্বর) রাতে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম মন্থেরডাঙ্গা সংগঠন স্কুল মাঠের খেলায় রাজারহাট ক্রিকেট একাদশ ৩ রানে পৌরসভা সবুজপাড়া ক্রিকেট একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এর আগে সন্ধায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মুক্তা হিমাগারের এমডি শরিফুল ইসলাম বাবু। এসময় তিনি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এজন্য তিনি এরকম আয়োজন বেশি বেশি করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক কমিটির আহবায়ক আলমগীর হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আশিফ ইকবাল সাজু, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর ইসলাম ও পৌর ফল ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরুল হক।সার্বিক তত্বাবধানে জিসান ইসলাম, ইমরান ইসলাম ও আরিফ ইসলাম প্রমুখ।পূর্ব বালাগ্রাম মন্থেরডাঙ্গা যুবসমাজের আয়োজনে টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে।