শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
07 Jan 2025 07:40 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার সাঘাটা উপজেলার রেললাইনে চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে ওই যুবকের লাশ সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামে দাফন করা হয়েছে।
নিহত মেহেদী হাসান(২০) খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামের মিজানুর রহমান আকন্দের ছেলে।এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সাঘাটার বোনারপাড়া রেললাইনের বোড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, প্রায় দুই মাস আগে বিয়ে করেছেন মেহেদী হাসান।বৃহস্পতিবার তার শ্বশুরবাড়ি বোড বাজার বেড়াতে এসে রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন।এ সময় বোনারপাড়া অভিমুখী রংপুর এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ১০টার দিকে বোড বাজার আউট সিগন্যালের কাছে পৌঁছলে ওই যুবককে ধাক্কা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া নিশ্চিত করেন।