মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
29 Mar 2025 04:56 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- অদ্য ১০/০১/২০২৩ খ্রি. রাত ০৩.০৫ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের সাজাপুর মসজিদপাড়াস্থ সুরুচি ফুড ফ্যাক্টরীর পূর্বপাশে বগুড়া টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একজন ব্যক্তির নিকট হতে ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক = ৮০,০০০/- (আশি হাজার) টাকা উদ্ধার করতঃ আসামী ১।
মোঃ মাসুদ রানা (৩৫), পিতা-মোঃ তসলিম প্রধান, মাতা-মোছাঃ বুলবুলি, সাং-বহরমপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) আল-আচানুল কবির, এসআই (নিঃ) ফরিদ মিয়া, এএসআই(নিঃ) মোঃ রুহুল আমিন, এএসআই(নিঃ) মোঃ গোলাম সারোয়ার, কং/মোঃ মানিক মিয়া, কং/মোঃ রিপন মিয়া, কং/মোঃ শারাফত হোসেন এবং নারী কং/রিফা সোনিয়া এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।