মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
29 Nov 2024 05:47 am
৭১ভিশন ডেস্ক:- বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, বাঙালি জাতির বহু আন্দোলন-সংগ্রামে অর্জিত স্বাধীনতা পূর্ণতা পায় জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এর মধ্য দিয়ে। ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানি হায়নারা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। পাকিস্তানি কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি বিমানবন্দরে যাত্রা বিরতি শেষে ১০ই জানুয়ারি স্বপ্নের স্বাধীন সার্বভৌম দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু । দীর্ঘ সংগ্রাম, ত্যাগ- তিতিক্ষা, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনকে" অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে"আখ্যায়িত করা হয়।
তিনি আরো বলেছেন,এদেশের নিপীড়িত- নির্যাতিত জাতির মুক্তির সন্ধানদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতিকে মুক্তির মূলমন্ত্রে উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বঙ্গবন্ধুর নির্দেশিত পথে বাঙালি জাতি দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাস লড়াই সংগ্রামের ফলে ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়। বিশ্বের মানচিত্রে স্বাধীন- সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাঙালি জাতির বিজয়ের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি,মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি মাইলফলক।
তিনি আজ সকাল সাড়ে আটটায় দলীয় কার্যালয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন ।আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।আরও বক্তব্য রাখেন প্রদীপ কুমার রায়,মনজুরুল আলম মোহন, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু , সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল রাজী জুয়েল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস,নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, রুহুল মোমিন তারিক,খালেকুজ্জামান রাজা, মাহফুজুল ইসলাম ভূঁইয়া রুমেল,অ্যাডভোকেট নরেশ মুখার্জি, অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু,ইমরান হোসেন রিবন, রুমানা আজিজ রিঙ্কি, আলমগীর হোসেন স্বপন, আলতাফুর রহমান মাসুক, কামরুল হুদা উজ্জ্বল, গৌতম কুমার দাস,আব্দুস সালাম, হেফাজতারা মিরা,আলমগীর বাদশা, শুভাশিস পোদ্মার লিটন,সাজেদুর রহমান শাহিন, আমিনুল ইসলাম ডাবলু, রাশিদুজ্জামান রাজন, ছাত্রনেতা সজীব সাহা, আল মাইদুল ইসলাম জয় প্রমুখ। আলোচনা সভার পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।