শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪
12 Dec 2024 03:44 pm
শাহ্ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,জামালপুরের মেলান্দহ উপজেলার চর গোবিন্দি এলাকার মৃত আনিছুর রহমানের কন্যা মোছাঃ হামিদা বেগম (৪৫)এর স্বামী হত্যার মামলা দায়ের করে মেলান্দহ থানায়।
দায়েরকৃত এজাহারে জানা যায়,গত ১২ নভেম্বর সকাল সাডে দশ টার সময় মেলান্দহ উপজেলার চর গোবিন্দি গ্রামের রবি মোবাইল টাওয়ার এর উত্তর পাশে পাকা রাস্তার উপর ধান ক্ষেত্রে ছাগল এসে জমি ফসল নষ্ট করাকে কেন্দ্র করে আসামী মোঃ মাহাবুবুর রহমান আকন্দ(৩৫)সহ অন্যান্য আসামীরা ভিকটিম আনিছুর রহমানকে অতর্কিতভাবে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে।পরবর্তীতে, পরিবারের লোকজন মেলান্দহ্ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে আনিছুর রহমান (৫২) মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ হামিদা বেগম (৪৫) বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং-০৯, তারিখঃ ১২/১১/২০২৪। ঘটনার পর র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে।
এরই প্রেক্ষিতে, র্যাব-১৪, সিপিসি-১,জামালপুর ক্যাম্প ও র্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী,গাজীপুর যৌথ আভিযানিক দল ৪ ডিসেম্বর রাত ১১ট.২০মিনিটে গাজীপুর সদরের সালনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামী মোঃ মাহাবুবুর রহমান আকন্দ (২৫),পিতা- মোঃ মোফাজাফর হোসেন আকন্দ,গ্রাম-চর গোবিন্দি মেলান্দহ,’কে গ্রেফতার করেন।
পরে আসামীকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয় ।