বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
05 Dec 2024 10:20 am
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে সড়ক দূর্র্ঘটনায় মোজাহিদ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে পৌরসভার ধনাশালা দক্ষিনপাড়ার পীরগঞ্জ-চতরা সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদ বর্ণিত গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র সন্তান।
স্বজনরা জানায়, পীরগঞ্জ-চতরা সড়কে ইট পরিবহনকারী একটি মিশুক (চার্জার ভ্যান) পীরগঞ্জ অভিমুখে যাচ্ছিল।এ সময় মোজাহিদ হঠাৎ রাস্তা পারাপারের সময় মিশুক গাড়িটির সামনে পড়ে গেলে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা উদ্ধার পুর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্থর করেন।রংপুর মেডিকেলে নিতে এম্বুলেন্সে উঠানোর পর মোহাজিদের মৃত ঘটে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি