বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
05 Dec 2024 10:21 am
প্রেস বিজ্ঞপ্তি:-বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সাবেক সভাপতি,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,প্রখ্যাত শ্রমিক নেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ নুরুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অদ্য ৪ ডিসেম্বর'২০২৪ তারিখ বুধবার বিকেলে তোপখানা রোডস্থ টিইউসির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
টিইউসির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন টিইউসির সহ-সভাপতি মাহবুব আলম,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা,অর্থ সম্পাদক কাজী মো: রুহুল আমিন,রেল শ্রমিক নেতা আব্দুল মান্নান,গার্মেন্টস শ্রমিক নেতা ইদ্রিস আলী,নির্মাণ শ্রমিক নেতা আলী হোসেন, ট্যানারি শ্রমিক নেতা আব্দুর রহিম,গৃহ শ্রমিক নেতা সায়েরা খাতুন, হকার্স শ্রমিক নেতা সেকেন্দার হায়াত প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ নুরুল ইসলাম পাকিস্তানের স্বৈরশাসন বিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ছাত্রত্ব শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ে সম্পৃক্ত হন এবং তখন থেকেই শোষণহীন সমস্ত প্রতিষ্ঠা এবং আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন।
নেতৃবৃন্দ ক্ষোভের সাথে বলেন,তিনি একজন জাতীয় রাজনীতিবিদ ছিলেন। তিনি ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীও ছিলেন। নির্বাচনের পূর্বে এক রহস্যময় অগ্নকান্ডের মাধ্যমে তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।তার মৃত্যুর কারণ ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার জন্য পরিবার,শুভাকাঙ্খী, বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে জোরালো দাবী জানানো হলেও অদৃশ্য মহলের কারসাজিতে দোষীদের এখনো গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে মোহাম্মদ নুরুল ইসলাম হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
বার্তা প্রেরক,(সাহিদা পারভীন শিখা)দপ্তর সম্পাদক,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র