বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
05 Dec 2024 08:45 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে নবম শ্রেণীর এক স্কুলছাত্রী অপহরণের ৫মাস পর উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বগুড়া শহর এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও মূল অপহরণকারি জয় কুমার দাস নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত জয় কুমার দাস নাটোর জেলার লালপুর উপজেলার রায়পুর গ্রামের কৃষ্ণ কুমার দাসের ছেলে।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করতেন ওই ছাত্রী। বিদ্যালয়ে আসা যাওয়ার সময় রাস্তাঘাটে প্রায়ই জয় কুমার দাস তাকে প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করতো।
পরে তার প্রস্তাবে রাজি না হওয়ায় জয় কুমার দাস ক্ষিপ্ত হয়ে গত ৩০ জুন দুপুরে আদমদীঘির কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয় থেকে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্রই জয় কুমার মাস অপর আসামীদের সহযোগিতায় জোরপূর্বক অজ্ঞাত একটি সিএনজি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে গত ৩০ নভেম্বর জয় কুমার দাসসহ ৩জনের নামে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করে। এদিকে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ বগুড়ার শহর এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও মুল অপহরণকারি জয় কুমার দাসকে গ্রেপ্তার করেন।
মামলার তদন্তকারি আদমদীঘি থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,ভিকটিমের জবানবন্দী গ্রহন ও ডাক্তারি পরীক্ষার জন্য ও গ্রেপ্তারকৃত আসামী জয় কুমার দাসকে গতকাল বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি.আদমদীঘি বগুড়া প্রতিনিধি