বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
05 Dec 2024 08:12 am
উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে:-নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের গোলাগুলি দুই জন গ্রেপ্তার এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন। নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে।এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোবরা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সদর উপজেলার গোবরা বাজার এলাকায় উজ্জ্বল শেখ ও নিউটন গাজী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল,এ ঘটনার জেরে বুধবার সকালে প্রতিপক্ষকে ঘায়েল করতে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়।তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।পরিস্থিতি এখন শান্ত রয়েছে।