বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
05 Dec 2024 07:59 am
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া)ঃ
বগুড়ার শেরপুরে জামুর ইসলামিয়া ডিগ্রী কলেজের ২৬জন ছাত্রীর মাঝে বিনামূল্যে এপ্রোন বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে জামুর ইসলামিয়া ডিগ্রী কলেজ হলরুমে অধ্যক্ষ আসাদুদদৌলা’র সভাপতিত্বে এ্যপ্রোন বিতরন পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আলহাজ¦ শাহ আলম পান্না। সহকারী অধ্যাপক কাজল মাহমুদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অত্র কলেজের বিদুৎসাহী সদস্য আলহাজ¦ গোলাম রসুল, সহকারী অধ্যাপক সুজাউদ্দৌলা, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের, প্রমুখ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাহাজ¦ শাহ আলম পান্না’র ব্যাক্তিগত তহবিল থেকে এপ্রোন বিতরণ করা হয়।