বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
05 Dec 2024 07:50 am
আপেল বসুনীয়া,নীলফামারী প্রতিনিধি:- অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জণগন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে নীলফামারী জেলার চিলাহাটিতে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ডোমার সমাজ সেবা অধিদপ্তরের সহযোগীতায় এবং চিলাহাটি প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়ন সংস্থার আয়োজনে একটি র্যালী চিলাহাটি চৌরাস্তা প্রদক্ষিণ শেষে চিলাহাটি ডাকবাংলো হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক হুমায়ুন কবীর মঞ্জু, আব্দুর রউফ, অঙ্গনা যুব সংগঠণের সভাপতি দৃষ্টি।এছাড়াও সংগঠনটির গোলাম রব্বানী,শাহিন আলম, রিপন ইসলাম ও পরিতোষ রায় উপস্থিত ছিলেন।