বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
05 Dec 2024 07:54 am
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:-১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর বিকালে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব মোছাঃ নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আঃ ওয়াদুদ ও উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান ও উপজেলা মৎস অফিসার মোঃ হানিফ উদ্দিন ও উপজেলা সমবায় অফিসার মোঃ নাসিমুল হক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাজ্জাদ আল মামুন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোক্তাদির হোসেন বকুল ও ৯ নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম আনু ও নবাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ মতিয়ার রহমান প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকালে আলোচনা সভা এবং সকল ধর্মীয় উপসনায়লে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
এবং ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে (৩১ একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।