মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪
10 Jan 2025 05:23 pm
শরীয়তপুর প্রতিনিধি:- ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় শরীয়তপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় জেলা শহরের পালং উত্তর বাজার থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে শরীয়তপুর কোর্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকিরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ভিপি রুহুল আমীন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম খান মামুন, বিএনপি নেতা খলিলুর রহমান খান, লিটন কাজী, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম সরদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালীউল্যাহ খান, বর্তমান স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমান, বিএনপি নেতা সাংবাদিক ইসহাক মাদবর, যুবদল নেতা লিয়াকত খান, সরদার মোঃ নাজমুল হুদা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. জাকির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার, সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল খান, পৌরসভার যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পিন্টু, বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, বিএনপি নেতা আনোয়ার আকন, মিলন গাজী, রুহুল আমীন, মনির চৌধুরী, আমিন বেপারী, শ্রমিক দল নেতা দিপু মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা সালাম মাঝী, রতন, মেহেদী মাদবর, ছাত্রদল নেতা সোহেল তালুকদার, রাসেল মোল্লা, আফজাল খান, বাবু মাদবর, আতিক খান, আল ইসলাম সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল এবং জেল আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।