মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪
05 Dec 2024 08:25 am
রসুল খন্দকার,জেলা প্রতিনিধিঃ- বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ী মধ্যপাড়া গ্রামের সাবেদ আলী পাইকারের পুত্র যুবলীগ নেতা সৈয়দ হাসান সবুজ (৪০) কে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।সম্প্রতি ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের পর সদর থানায় দায়েরকৃত মামলায় সে এজাহারভুক্ত আসামী বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ী মধ্যপাড়া গ্রামের সাবেদ আলী পাইকার এর কনিষ্ঠ পুত্র ও স্থানীয় যুবলীগ নেতা সৈয়দ হাসান সবুজ। সে স্থানীয় যুবলীগের একজন সক্রিয় প্রভাবশালী নেতা হওয়ার সুবাদে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন প্রকার অন্যায় অপকর্মে জড়িত ছিলো। ইতিপূর্বে তার নামে বগুড়া সদর থানায় চাঁদাবাজির মামলাও রয়েছে।
গত ১লা ডিসেম্বর রবিবার সকালে একটি হত্যা মামলায় তাকে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের জয়বাংলাহাট থেকে আটক করে বগুড়া সদর থানা পুলিশ।এব্যাপারে নারূলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী সবুজ জয়বাংলাহাটে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত সবুজ বগুড়া সদর থানায় (১১-১০-২৪) তারিখে দায়ের হওয়া ২৭ নং মামলার ৬২নং আসামী।
এব্যাপারে বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন যুবলীগ নেতা সৈয়দ হাসান সবুজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।আসামীকে গত রবিবার দুপুরেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।