বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
27 Nov 2024 07:48 am
বগুড়া কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় নেয়ার পথে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু মারা গেছেন (ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর। তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, তিন ভাই, দুই বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।তিনি পরিবার নিয়ে শহরের মালতিনগরে বসবাস করতেন।তার গ্রামের বাড়ি গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামে।
শাহাদৎ আলম ঝুনু বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।এরপর তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং পরে অধ্যক্ষের দায়িত্ব পান।তিনি জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।এছাড়াও তিনি একজন সুবক্তা, বিতার্কিক ও আবৃতিকার ছিলেন।পাশাপাশি তিনি সাবেক খেলাঘর সংগঠকও ছিলেন।
বগুড়া জেল সুপার ফারুক আহমেদ জানান, আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি কারাগারের গোসলখানায় গোসল সেরে মহানন্দা নামে বন্দিদের ওয়ার্ডে ফিরছিলেন। কিন্তু এ সময় পড়ে যান তিনি।
এরপর তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়।বিকেল পৌনে ৪টার দিকে পুলিশ পাহারায় একটি এ্যাম্বুলেন্সযোগে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।কিন্তু পথে সিরাজগঞ্জে শহরে তিনি মারা যান।
দৈনিক করতোয়া