বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
27 Nov 2024 05:37 am
রাকিবুর রহমান রকিব,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে আকাশী বিলে ফসলি জমিতে অবস্থিত অবৈধ জিসান ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা আজ মঙ্গলবার দুপুরে দুই টা উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও )মোঃ মোশাররফ হোসেন ও সহকারী কমিশনার ভূমি সিরাজুম মুনীরা কায়ছান।এই সময় ইট ভাটা কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স দেখাতে পারেনি।
এছাড়া ইটভাটাটি নদীর তীরের প্রায় ৩০ ফুট জায়গা দখল করে রাখে।এই সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত আইনের ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় দুইজন মালিককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এ অভিযানের নেতৃত্ব দেন অভিযানের সত্যতা নিশ্চিত করেন তিনি।এছাড়া আইনের ২০ ধারায় ইট ভাটার সমস্ত কিছু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয় এবং ইটভাটার চিমনি ও কুন্ডলি ভেঙে দেওয়া হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।