বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
27 Nov 2024 05:24 am
প্রেস বিজ্ঞপ্তি
বাইরে থেকে নয়, বাংলাদেশ রেলওয়ের প্রচলিত বিধি—বিধান অনুযায়ী রেলওয়ে ক্যাডার থেকে মহাপরিচালক পদায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। ২৬ নভেম্বর ২০২৪ মঙ্গলবার দুপুর ১ টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করেন রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বিশেষায়িত কারিগরি প্রতিষ্ঠান। দেশের গণপরিবহণ ব্যবস্থায় বাংলাদেশ রেলওয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষায়িত এই প্রতিষ্ঠানের কার্যক্রম মহাপরিচালক (গ্রেড—১) এর মাধ্যমে পরিচালিত হয়। বিসিএস (রেলওয়ে প্রকৌশল) এবং বিসিএস (রেলওয়ে : পরিবহণ ও বাণিজ্যিক)— এ দু'টি ক্যাডারের মধ্য থেকে সম্মিলিত জ্যেষ্ঠতার ভিত্তিতে মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হয়। মহাপরিচালক পদায়নের ক্ষেত্রে সুদীর্ঘকাল থেকেই এই রীতি অনুসরন করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে বর্তমানে কর্মরত জনাব সরদার সাহাদাত আলী আগামী ০৮/১২/২০২৪ তারিখে পিআরএল এ গমন করবেন। সে কারণে ০৮/১২/২০২৪ তারিখের পূর্বেই মহাপরিচালক পদে নিয়োগের আবশ্যকতা রয়েছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী বাংলাদেশ রেলওয়েতে কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকে জেষ্ঠ্য কর্মকর্তাকে মহাপরিচালক পদে পদায়ন করা হবে— এটা রেলওয়ের কর্মকর্তা, কর্মচারী ও পোষ্যদের প্রত্যাশা। বাংলাদেশ রেলওয়ের মতো একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের মহাপরিচালক পদে দায়িত্ব পালনের জন্য রেলওয়ের বিভিন্ন কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকা অত্যন্ত প্রয়োজন। সে আলোকে নিয়োগ বিধি অনুযায়ী রেলওয়ের উভয় ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তার মাধ্যমে পদটি পূরণযোগ্য। সম্প্রতি রেলওয়েতে কর্মরত নয় এমন কর্মকর্তা দ্বারা পদটি পূরণ/নিয়োগ করা হতে পারে মর্মে শোনা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। রেলওয়েতে কর্মরত নয় এমন কর্মকর্তা মহাপরিচালক পদে পদায়ন করা হলে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং বিক্ষিপ্ত আন্দোলন—সংগ্রামও শুরু হয়েছে। যেকোন মুহুর্তে রেলপথ অচল হয়ে যেতে পারে।
বিশেষায়িত এই কারিগরি প্রতিষ্ঠানের মহাপরিচালকগণ দীর্ঘদিন রেলওয়েতে চাকুরি করার পরে মহাপরিচালক পদে নিয়োগ লাভ করে থাকেন। দীর্ঘ চাকুরি জীবনে বিভিন্ন স্তরের পদে কর্মরত থেকে রেলওয়ে অপারেশন, বাজেট ব্যবস্থাপনা, রেল নেটওয়ার্ক, বাণিজ্যিক কার্যক্রমসহ বিশেষায়িত কার্যক্রম (সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, স্টোরস ম্যানেজমেন্ট এবং পরিবহন ও বাণিজ্যিক ব্যবস্থাপনা) সম্পাদনের মাধ্যমে মহাপরিচালক পদের দায়িত্ব পালনের সক্ষমতা অর্জন করেন। রেলওয়ের অভিজ্ঞতা বহির্ভূত কোন কর্মকর্তার পক্ষে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব সুচারুভাবে পালন করা সম্ভব নয়। এর ফলে রেল পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ নিরাপদ ও সুষ্ঠু রেল অপারেশন এবং যাত্রীসেবা বিঘ্নিত হতে পারে।
এ অবস্থায় বাংলাদেশ রেলওয়েকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখের বাংলাদেশ রেলওয়ের সংশোধিত জনবল কাঠামো অনুসরণপূর্বক মহাপরিচালকের পদটি বর্তমানে কর্মরত বিসিএস (রেলওয়ে : প্রকৌশল) এবং বিসিএস (রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিক) ক্যাডার থেকে সম্মিলিত জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা পদায়নের অনুরোধ জানানো হয়। অন্যথায় রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা প্রেরক,(মোঃ আলমগীর হোসেন)দপ্তর সম্পাদক,বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি