বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
27 Nov 2024 04:37 pm
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগঞ্জের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।উৎপাদানশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে নারীর সামর্থ্য উন্নয়ন ‘‘স্বপ্ন’’ প্রকল্পের ২য় পর্যায় শীর্ষক ইকো সোস্যাল ডেভলেম্পেট অর্গানাইজেশন (ইএসডি) এর আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার শানেরহাট ইউনিয়ন পরিষদ হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন প্রাদন করেন স্বপ্ন প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান বিপ্লব।জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন, দুর্যোগ, জেন্ডার ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।
এ সময় প্রশিক্ষণ কর্মশলায় ইউপি চেয়ারম্যান মেছবাহুর রহমান, স্বপ্ন প্রকল্পের ইউনিয়ন কর্মী মশফিকুর রহমান। ইউপি সদস্য/সদস্যাগণসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৩০জন সদস্য উপস্থিত ছিলেন।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি