মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
05 Dec 2024 07:53 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-দীর্ঘ ১ বছর ৬ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বিনা শুল্ক এসব চাল আমদানি করছেন আমদানিকারকরা।
সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ৩টি ট্রাকে ১৩০ মেট্রিকটন চাল এই স্থালবন্দরে প্রবেশ করে। মেসার্স শাইরাম এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠান এই সব চাল আমদানি করেছে।
দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানি করছেন আমদানিকারকরা। চাল আমদানি অব্যাহত থাকলে খুচরা বাজারে চালের দাম কমে আসবে বলেও জানান তারা। তবে এখন পর্যন্ত খুচরা বাজারে আটাশ জাতের চাল ৫৮ টাকায়, সম্পাকাটারী জাতের চাল ৬৮ টাকায়, স্বর্না জাতের চাল ৪৮ এবং জিরাশাইল জাতের জাল ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দেড় বছর এই বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। দেড় বছর পর মেসার্স শাইরাম এন্টার প্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩টি ভারতীয় ট্রাকে ১৩০ মেট্রিকটন কেজি চাল আমদানি করেন।
হিলি উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দরে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। ইতিমধ্যে এবন্দরে ২২ জন আমদানিকারক চাল আমদানির পারমিট পেয়েছে। প্রায় ৮৯ হাজার মেট্রিকটন চাল তারা আমদানি করতে পারবে।