মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
13 Jan 2025 12:53 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর) প্রতিবেদক:-দেশে বহু মাদ্রাসা আছে, এগুলো আমাদের সম্পদ, মাদ্রাসাগুলো আছে বলেই আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি আছে এবং আমরা নামাজ পড়ি।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হিলি আজিজিয়া মাদ্রাসায় মাদ্রাসার শিক্ষক,ছাত্র ও স্থানীয়দের সাথে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ,ফ,ম, খালেদ হোসেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক নই। এযাবৎ কোন আলেম দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি করেনি। দেশের প্রায় মাদ্রাসাগুলো জনগণের অনুদানে চলে। আমরা আল্লাহর উপর ভরসা করবো, আল্লাহকে ভয় করবো, কারো তাঁবেদারি করবো না।
হিলির রাস্তা-ঘাট ও রেলস্টেশন নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের জন্য দায়িত্বে এসেছে।আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন, তারা অনেক সময় পাবে, তারা এসব সমস্যার সমাধান করবেন।আপনাদের যে সমস্যা এগুলো আমার দপ্তরের কাজ নেই।তারপরও যারা এসব দপ্তর নিয়ে কাজ করছেন, তাদের নিকট বিষয়গুলো তুলে ধরবো।আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার নিয়ে কাজ করছি।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি,দিনাজপুর।