রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
27 Nov 2024 07:56 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:-বগুড়ার আদমদীঘিতে রাস্তায় ডাকাতি প্রস্ততি কালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ধারালো হাসুয়া, লোহার রড, লাঠিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। গত শুক্রবার (২৫ আক্টোবর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম-চেঁচুয়া রাস্তার বানিয়াপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়ার ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯), বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনি বানিয়াদীঘি গ্রামের বাবু প্রামানিকের ছেলে নয়ন ইসলাম (২৫) ও বগুড়া সদরের গোদারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে নুর আলম (২৪)।
এ ব্যাপারে আদমদীঘি থানায় ডাকাতি প্রস্ততি সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আদমদীঘির চাঁপাপুর-চৌমুহনি সড়কে গাছ ফেলে পথচারিদের জিম্মি করে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল।
এমন সংবাদের ভিক্তিতে গত শুক্রবার রাত ১২ টার দিকে আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেঁচুয়া বানিয়াপুকুর নামক স্থানে রাস্তায় ৮/৯ জনের একদল দুর্বৃত্ত ডাকাতি প্রস্ততি নেয়ার সময় আদমদীঘি থানার সঙ্গীয় ফোর্সসহ ওই স্থানে রণ কৌশল অবলম্বন করে তাদের ধাওয়া করে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার ও তাদের নিকট থেকে তিনটি লোহার রড, দুইটি ধারালো হাসুয়া, তিনটি লাঠি, গাছকাটার হ্যাসকো বেøড ও রশি-সহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় অপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের চিহিৃত ও গ্রেপ্তার তৎপরতা চলছে। পরদিন শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ডাকাতি প্রস্ততি মামলায় বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি