রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
04 Jan 2025 03:42 pm
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধি:-শনিবার ২৬ অক্টোবর বিকেলে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক নোয়াখালীর সেনবাগের ৫নং অর্জুনতলা ইউনিয়নের পিছিয়ে থাকা কিছু সৌভাগ্যবান মানুষের জন্য স্বপ্নের বাজার এবং সম্প্রতি অনুষ্ঠিত লটারিতে নির্বাচিত নতুন লাখপতিদের অর্থ প্রদান অনুষ্ঠান ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এসময় নির্বাচিতদের বাজার ও অর্থ প্রদান অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জাবের এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য সচিব কাউছার আহমেদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সাত্তার বিএসসি,বিএড।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রিপন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য হারুনুর রশীদ, মিজানুর রহমান ভূঁইয়া, ইউছুপ মজুমদার, নিজামুল হক চৌধুরী, সামছুদ্দৌহা,মেহরাব হোসেন।৫নং অর্জুনতলা ইউনিয়নের পিছিয়ে থাকা ৪ জন সৌভাগ্যবান মানুষের জন্য স্বপ্নের বাজার এবং সম্প্রতি অনুষ্ঠিত লটারিতে নির্বাচিত নতুন ২ জন লাখপতিদের মাঝে নগদ ১লক্ষ টাকা করে অর্থ প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য মোঃ ইসমাইল হোসেন,রমদানুল ইসলাম বিজয়, মাসুম ইবনে আলম, মোঃ ফরহাদ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।