বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪
22 Nov 2024 06:44 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুর হিলি স্থলবন্দরে ভারতীয় নতুন আলু আমদানি শুরু হয়েছে। মেসার্স সুমাইয়া ইন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান নতুন আলুগুলো আমদানি করেছে।
বৃহস্পতিবার ( ৩ অক্টোবর) বিকেলে ভারত থেকে ১ ট্রাকে ২২ মেট্রিক টন নতুন আলু আমদানি হয়। দেশের বাজারে নতুন আলুর চাহিদা থাকায় এসব আলু আমদানি করা হচ্ছে বলে জানান, আমদানিকারক।
আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, দেশের বাজারে এই নতুন আলুর চাহিদা রয়েছে, তাই আমদানি করছি। পাইকারি বাজারে ৭০ টাকা কেজি হিসেবে দাম পাবো বলে আশা করছি। নতুন আলু এই প্রথম ভারত থেকে ১ ট্রাকে ২২ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।