শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
03 Apr 2025 02:26 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ী উপজেলার রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাকিন
বিল্লাহ (মোটো)'র বিরুদ্ধে,ক্ষমতার অপব্যবহার,স্বেচ্ছাচারিতা,দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক'র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা,দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ক্ষমাতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী রেজা মোস্তফা ফিরোজকে গ্রন্থাগার শিক্ষক নিয়োগ প্রদান করে এবং ২০১৫ ইং সাল থেকে
জেলা যুবলীগের সভাপতি সর্দার সাহিদ হাসান (লোটন) কে নিয়ম নীতির তোয়াক্কা না করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে একটি দলীয় কার্যালয়ে পরিনত করেছিল ।
স্থানীয় সাবেক ইউপি সদস্য হান্নান জানান, প্রধান শিক্ষক, সভাপতি ও গ্রন্থাগার শিক্ষক যোগ সাজসে দলীয় প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ে নিয়োগসহ বিদ্যালয় মাঠের প্রায় দেড় কোটি টাকার পুরাতন গাছ বিক্রি করে স্কুলের উন্নয়ন না করে আত্মসাত করেন।
এসব অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে এলাকার সচেতন মহল বিভিন্ন দপ্তরে দরখাস্ত করেও কোন প্রতিকার পায়নি। পক্ষান্তরে প্রতিবাদ প্রতিবাদকারীদেরকে বিভিন্ন প্রকার মামলা,হামলার হুমকি দিয়ে দমাইয়া রাখতেন।
গত ৫ আগষ্ট /২০১৪ ইং আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকার সচেতন সমাজ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক, সাবেক সভাপতি ও গ্রন্থাগার শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দরখাস্ত করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক অনিয়াম অর্থ অত্বসাত এর বিষয়টি সত্য শিকার করে বলেন,বিদ্যালয়ের সভাপতি জেলা যুবলীগের সভাপতি হওয়ায় আমি প্রতিবাদ করতে পারেনি।