শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
06 Apr 2025 01:30 pm
![]() |
প্রেস বিজ্ঞাপ্ত:- (অদ্য তারিখ ১৯-৯-২৪ইং বৃহস্পতিবার)জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী সেরিফা কাদের সহ জাতীয় পার্টি অংঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীর উপর মিথ্যা,ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়া জেলা প্রশাসক মহাদ্বয় মোছা হোসনে আফরোজ কাছে স্মারক লিপি প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সহসভাপতি মো ফজলে রহিম মুঞ্জ যুগ্ম সাধারণ সম্পাদক মো লুৎফর রহমান সরকার স্বপন সাংগঠনিক মো আজিজ আহমেদ রুবেল যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো হাবিবুর রহমান হাবিব আবু সাঈদ, জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির নেতা মো: সামছুল আলম রতন,জহুরুল ইসলাম প্রমূখ।