শনিবার, ১০ আগস্ট, ২০২৪
21 Nov 2024 10:45 pm
প্রেস বিজ্ঞপ্তি:- 'দেশীয় প্রজাতির গাছ লাগান- জীবন বাঁচান" স্লোগানকে সামনে রেখে ক্লিন ঢাকা- গ্রীন ঢাকা বাস্তবায়নে কাজ করছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। আজ ৯ আগষ্ট বিকালে সবুজ আন্দোলন হাতিরঝিল থানা ছাত্র পরিষদের উদ্যোগে আফতাব নগরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। হাতিরঝিল থানা ছাত্র পরিষদের সমন্বয়কারী নেয়ামত উল্লাহ সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মোরসালিন বাবু, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইটি কর্মকর্তা মোঃ সোহেল রানা, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মির্জা মোহাম্মদ তানভীর হোসেন, আহসান কবির।
প্রধান অতিথি বলেন, গতকাল দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে সাধারণ জনগণের প্রত্যাশা অনেক বেশি একই সাথে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে উন্নত রাষ্ট্রের কাছে জলবায়ু তহবিল আদায়ের জন্য জোরালো ভূমিকা পালন করবেন। ঢাকা শহরে বৃক্ষরোপণ করার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা কঠিন। সবুজ ঢাকা গড়তে শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাত্র পরিষদের পক্ষ থেকে অংশগ্রহণ করেন সাদিয়া আফরিন, আসিফুর রহমান আসিফ, ইসরাত জাহান বিভা, ধ্রুব মজুমদার, মোঃ রবিউল ইসলাম, মোহাম্মদ আলিফ, মোঃ তানভীর হোসেন, মোঃ ইমন হোসেন, সুমন রহমান, সাকিব আহমেদ খান, ফাইরুজ তাসনিম রওজা, মোস্তাকিম সাকিব, মোহাম্মদ ইনজামামুল হক, শরিফ হাসান সবুজ, ইমন হাসান রাফি, জাবের মাহমুদ , নাজমুল হাসান সিফাত, তাসমিনা খাতুন মিম, রিফাত শাহরান অপল প্রমুখ।
বার্তা প্রেরক,সোহেল রানা,দপ্তর সম্পাদক,সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ