বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
24 Nov 2024 10:44 pm
৭১ভিশন ডেস্ক:- যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইসরায়েলি চরমপন্থীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে পশ্চিম তীরে চারটি বসতির ওপর আর্থিক সীমাবদ্ধতাও আরোপ করা হয়েছে।
এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘ইসরায়েলের সবচেয়ে বড় সহিংস চরমপন্থী সংগঠন’ হিসেবে বর্ণনা করা লেহাভাকে কালো তালিকাভুক্ত করেছে, যার সদস্য সংখ্যা ১০ হাজারেরও বেশি।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘আমরা জোরালোভাবে ইসরায়েল সরকারের প্রতি অনুরোধ জানাই, তারা যেন এই ব্যক্তিদের ও সত্তাগুলোকে জবাবদিহি করতে অবিলম্বে পদক্ষেপ নেয়। এমন পদক্ষেপের অনুপস্থিতিতে আমরা আমাদের নিজস্ব জবাবদিহিমূলক ব্যবস্থা আরোপ করতে থাকব।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২২ সালের শেষের দিকে কঠোর বসতি স্থাপনপন্থী জোটের নেতৃত্বে ক্ষমতায় ফিরে আসার পর থেকে বসতি সম্প্রসারণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গাজা উপত্যকার হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে সমর্থনের সময় যুক্তরাষ্ট্র বারবার নেতানিয়াহুকে পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে।
মিলার এক বিবৃতিতে বলেন, বসতিগুলো চারণভূমি ব্যাহত করতে, কূপ থেকে পানি সংগ্রহ সীমিত করতে এবং প্রতিবেশী ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস আক্রমণ শুরু করতে ব্যবহৃত হয়েছে।
সূত্র : এএফপি