বুধবার, ১০ জুলাই, ২০২৪
24 Nov 2024 11:18 am
৭১ভিশন ডেস্ক:- জম্মু-কাশ্মীরে সন্দেহভাজন সন্ত্রাসীদের অতর্কিত হামলায় অন্তত পাঁচ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ছয় সেনা সদস্য। সোমবার বিকেলে জম্মুতে হামলার ঘটনা ঘটে।
সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা সামরিক যানে থাকা সেনাদের ওপর হামলা চালায়। এতে পাঁচ সেনা আহত হয়েছেন। হামলার পরপরই ঘটনাস্থলে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সর্বশেষ হামলায় প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন। এক্স হ্যান্ডলে এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লেখেন, জঙ্গি-বিরোধী অভিযান চলছে। আমাদের সেনারা এ অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
কাশ্মীর ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ দেখে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা
কমলেও গত এক মাসে এ অঞ্চলে ফের সহিংসতা কিছুটা বেড়েছে। জুন থেকে এ পর্যন্ত জম্মু অঞ্চলে সাতটি হামলার ঘটনা ঘটেছে।