মঙ্গলবার, ০৯ জুলাই, ২০২৪
22 Nov 2024 12:53 am
সৌদি আরবে মাদক ব্যবসা ও চোরাচালানের অভিযোগে সাত বাংলাদেশিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে দেশটির মাদকবিরোধী পুলিশ।
দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, রাজধানী রিয়াদে তিন কেজি ৩০০ গ্রাম মেথামফিটামিন, ১২ হাজার ৪৩২টি অ্যামফিটামিন বড়ি এবং বিপুল পরিমাণ হাশিশসহ সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।এ ছাড়া বন্দরনগরী জেদ্দা থেকে ২১ হাজার অ্যামফিটামিন বড়িসহ দুই সিরীয় ও একজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
আরেক অভিযানে মদিনা শহর থেকে ৭৫ হাজার ৬০০টি অ্যামফিটামিন বড়িসহ একজন প্রবাসী ও সৌদি আরবের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।অন্যদিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান অঞ্চলে সীমান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইথিওপিয়ার দুজনকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। তাঁরা সীমান্ত দিয়ে ৪০ কেজি অবৈধ মাদক পাচারের চেষ্টা করেছিলেন।সাম্প্রতিক মাসগুলোতে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরালো করে সৌদি কর্তৃপক্ষ।
চলতি মাসের শুরুতে সৌদি জাকাত, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি জানায়, কাস্টমস কর্মকর্তাদের তৎপরতায় জেদ্দা বন্দর দিয়ে ৩৬ লাখের বেশি নিষিদ্ধ ক্যাপ্টাগন বড়ি পাচারের চেষ্টা ব্যর্থ হয়।
সূত্র : গালফ ইনসাইডার