সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫
07 Apr 2025 07:07 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- বগুড়ার শিবগঞ্জে একটি বাড়িতে হামলা চালিয়ে ১০ ভরি সোনার গহনা ও ৬ লাখ টাকা লুট এবং অগ্নিসংযোগের মামলার প্রধান আসামি মো: রহিমকে গ্রেফতার করা হয়েছে।ডিবি পুলিশের একটি টিম গতকাল শনিবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, গত শুক্রবার দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের পরমানন্দপুর এলাকার প্রদীপের ছেলে লিপনের বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়ির মেইন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাংচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা শয়নঘরে প্রবেশ করে আলমারী থেকে ১০ ভরি সোনার গহনা এবং ব্যবসায়িক কাজে রাখা ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
যাবার সময় তারা লিপনের খড়ের পালায় অগ্নিসংযোগ করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় সুইট চন্দ্র মন্ডল বাদি হয়ে গত ৪ এপ্রিল শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর গতকাল শনিবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর বাজার থেকে মামলার প্রধান আসামি মো: রহিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুড়াহার কাঁঠালকুশি এলাকার মো: মমতাজের ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।