মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
08 Apr 2025 04:52 am
![]() |
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ- হবিগঞ্জের বাহুবলে খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে গাজায় ফিলিস্তিনদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ও গণহত্যা বন্ধের দাবিতে হবিগঞ্জের বাহুবলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল ৫ ঘটিকার সময় বাহুবল উপজেলা খাদিমুল কোরআন পরিষদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি বাহুবল কাশিমুল উলুম মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়কের চলিতাতলা পর্যন্ত প্রদক্ষিন শেষে বাহুবল মধ্যে বাজারে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
খাদিমুল কোরআন পরিষদের সভাপতি মাওলানা আজিজুর রহমান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য ও মোনাজাত করেন মাওলানা আব্দুল খালেক চলিতাতলী,মাওলানা আব্দুল কাইয়ুম জাকী,মাওলানা আব্দুল আহাদ সহ বিভিন্ন আলেম উলামা।সমাবেশে বক্তারা বলেন,ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। আজকে তারা ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালাচ্ছে।পাঁচ থেকে দশ বছর পর তারা বড় মুসলিম দেশগুলোকেও আক্রমণ করবে। অবিলম্বে নেতানিয়াহু প্রশাসনের বিচার নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে ইসরাঈলী সকল পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়।
এদিকে সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজ–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ বাহুবল সদর ঢাকা সিলেট মহাসড়ক ও মিরপুর বাজার সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।এ সময় বিক্ষোভকারীরা ‘আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘ইসরায়েলের দালালরা হুঁশিয়ার সাবধান’, ‘ইসরায়েলের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি ‘বিশ্বের মুসলিম, এক হও এক হও’ ইত্যাদি স্লোগান দেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদ সভা থেকে মুসলমান দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।পরবর্তীতে ইসরাঈলী সকল পণ্য বর্জনের জন্য বাজারে লিফলেট বিতরণ করা হয়।