শুক্রবার, ১৪ জুন, ২০২৪
24 Nov 2024 10:18 am
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই পশুর হাটে নির্ধারিত মূল্যের অধিক খাজনা আদায় এবং রশিদে টোলের পরিমাণ না লেখায় ইজাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ৪ টায় নওগাঁ জেলা প্রশাসন মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
এর আগে জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ, শিক্ষা ও কল্যাণ) সাকিব বিন জামান প্রত্যয়ের নেতৃত্বে বিকেল ৩ টায় হাট চলাকালীন সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাকিব বিন জামান প্রত্যয় বলেন, আত্রাই পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশী টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগের পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে হাটটিতে উপস্থিত হয়ে দেখা যায়, নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এবং রশিদে টোলের পরিমাণ না লেখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারদার আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।