রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
04 Dec 2024 02:25 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৩. ১০১ এ¦বং ১০২ অনুযায়ী ১ নম্বর প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। গত ১৪ নভেম্বর বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা স্বাক্ষরিত এক অফিস আদেশে খোরশেদ আলমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেন।
রোববার দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিএনপিনেতা খোরশেদ আলম (ঘুটু) কার্যক্রম শুরু করেন।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, পাইকড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালেব সাকি, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিনু, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান সহ অত্র ইউ পির সচিব, সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীবৃন্দ।