রবিবার, ২৬ মে, ২০২৪
22 Nov 2024 04:50 pm
৭১ভিশন ডেস্ক:- যুক্তরাষ্ট্রের কাছে দুই ম্যাচে লজ্জাজনক হারের পর হোয়াইটওয়াশ বাচানোর ম্যাচে ১০ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার (২৫ মে) স্বাগতিকদের দেয়া ১০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫০ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় সফরকারীরা। টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম ১০ উইকেটের জয়। ম্যাচ জিতলেও যুক্তরাষ্ট্র সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান করে স্বাগতিক যুক্তরাষ্ট্র।৪ ওভার বল করে মাত্র ১০ রানে ৬ উইকেট নেন এই পেসার। ৯৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই মোস্তাফিজের সেরা বোলিং ফিগার ।
হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।ব্যাটিংয়ে নেমে ৪.৫ ওভারে ৪৬ রান তুলেন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর ও অ্যান্ড্রিস গাউস।
দলকে সাকিবের ব্রেক-থ্রু এনে দেন সাকিব আল হাসান।পরে যুক্তরাষ্ট্রের ব্যাটারদের আটকে রাখে বাংলাদেশের অন্য বোলাররা।১৪ রানের ব্যবধানে পরের ৪ উইকেট নেন মুস্তাফিজ, রিশাদ ও তানজিম।৪৬ রানের সূচনার করলেও পরে ৬০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যুক্তরাষ্ট্র।
১৮তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের বড় সংগ্রহের সম্ভাবনা শেষ করেন মুস্তাফিজ।শ্যাডলিকে ১২ রানে এবং অ্যান্ডারসনকে ১৮ রানে বোল্ড করেন তিনি।
ইনিংসের শেষ ওভারে তিনি আরও ২ উইকেট শিকার করলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।