মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
08 Apr 2025 06:27 am
![]() |
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:- ফিলিস্তিনের গাজায় চলমান নির্মম গণহত্যা আগ্রাসনের প্রতিবাদে ফুসে উঠেছে নওগাঁর আত্রাই উপজেলার সর্বস্তরের জনগণ। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাকান্ড বন্ধের আহবান জানায় আত্রাই উপজেলা বাসি।
সোমবার (৭ এপ্রিল) উপজেলা সদর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সডক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । এ সময় বিক্ষোভকারিরা ফিলিস্তিন হামলা কেন জাতিসংঘের জবাব চায়, জিহাদ - জিহাদ - জিহাদ করে বাচতে চাই।
এই বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুসীল সমাজ, সামাজিক সংগঠন সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করে।গনহত্যা বন্ধ করে আলআকসা আমাদের গর্ব এমন নানা ¯েøাগানে মুখর ছিল আত্রাই উপজেলা। সমাবেশে বক্তারা বলেন বিশ্ব বিবেক আজ নিচুপ কেন? ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ¯হানকে ঘিরে ইসরায়েল বাহীনির বর্ববরতা মানবতাবিরোধী অপরাধ অবিলম্বে গনহত্যা বন্ধের আন্তর্জাতিক স¤প্রদায়ের নিকট জোর দাবি জানায়। সমাবেশের শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন ।