মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
08 Apr 2025 06:15 am
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- কুড়িগ্রামের চিলমারী মডেল থানা পুলিশ ৬ জুয়ারুকে গ্রেপ্তার করে সোমবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯ টায় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশাহেদ খানের নেতৃত্বে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় জোড়গাছ বাজারস্থ খরখরিয়া গ্রামের মৃত দলিল উদ্দিন এর পুত্র বাবুল মিয়া (৫০) ও জোড়গাছ মন্ডল পাড়া গ্রামের মৃত এন্তা হকের পুত্র সাইদুল ইসলাম (৪০) কে নগদ ১,৭২০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চিলমারী মডেল থানায় মামলা নং -০৩, তারিখ ৬ এপ্রিল/২০২৪ দায়ের হয়েছে। একই দিনে রাত সাড়ে ১১ টায় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশাহেদ খানের নেতৃত্বে পার্শ্ববর্তী থানাহাট ইউনিয়নের বালাবাড়ি মোড় থেকে নগদ ২,০৮০/- টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ ৪ জন জুয়ারুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতর হচ্ছে বজরাতবকপুর গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র আমিনুল ইসলাম (৪০),ডাওয়াইটারি বনবিভাগ মোড় এলাকার মৃত তসলিম উদ্দিন এর পুত্র বিজু মিয়া (৩৬),শিঙ্গির ভিটা গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র মুন্না মিয়া (৪৬) ও জোড়গাছ বাজারস্থ কলতা পাড়া গ্রামের মৃত রফিয়াল মন্ডলের পুত্র,
মহব্বত আলী (৩৬) । তাদের বিরুদ্ধে পৃথকভাবে চিলমারী মডেল থানায় মামলা নং-০৪,তাং ৭ এপ্রিল/২০২৪ দায়ের হয়েছে। গ্রেফতারকৃত জোয়ারুদেরকে সোমবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।